অ্যাপল কম্পিউটার ইনকরপোরেটেড আইপ্যাডের নতুন সংস্করণ বাজারে নিয়ে আসছে। আগামী ১৮ জুন অ্যাপল পঞ্চম প্রজন্মের আইপ্যাড বাজারে আনার ঘোষণা দিতে পারে বলে জানা গেছে।
‘আইপ্যাড ৫ আর’ নামের নতুন এ ট্যাবলেট কম্পিউটার বাজারে আসার বিষয়ে নানা ধরনের সংবাদ প্রকাশিত হচ্ছিল বিভিন্ন সংবাদমাধ্যমে। তবে ঠিক কী রকম হবে নতুন আইপ্যাড, এ বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, বাজারে বর্তমানে যে ধরনের আইপ্যাড মিনি আছে তার মতোই হতে পারে নতুন আইপ্যাড। তবে আরও হালকা-পাতলা ও চকচকে হবে আইপ্যাডের পঞ্চম সংস্করণটি, এমনই মনে করা হচ্ছে। অন্যান্যবারের মতো এবারও এ বিষয়ে আনুষ্ঠানিক কিছু জানায়নি অ্যাপল কর্তৃপক্ষ।
No comments:
Post a Comment