Sunday, April 21, 2013

Thursday, April 18, 2013

১৮ জুন আসছে নতুন আইপ্যাড

আইপ্যাডের পঞ্চম সংস্করণ
অ্যাপল কম্পিউটার ইনকরপোরেটেড আইপ্যাডের নতুন সংস্করণ বাজারে নিয়ে আসছে। আগামী ১৮ জুন অ্যাপল পঞ্চম প্রজন্মের আইপ্যাড বাজারে আনার ঘোষণা দিতে পারে বলে জানা গেছে। 
‘আইপ্যাড ৫ আর’ নামের নতুন এ ট্যাবলেট কম্পিউটার বাজারে আসার বিষয়ে নানা ধরনের সংবাদ প্রকাশিত হচ্ছিল বিভিন্ন সংবাদমাধ্যমে। তবে ঠিক কী রকম হবে নতুন আইপ্যাড, এ বিষয়ে কোনো তথ্য জানা যায়নি। 
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, বাজারে বর্তমানে যে ধরনের আইপ্যাড মিনি আছে তার মতোই হতে পারে নতুন আইপ্যাড। তবে আরও হালকা-পাতলা ও চকচকে হবে আইপ্যাডের পঞ্চম সংস্করণটি, এমনই মনে করা হচ্ছে। অন্যান্যবারের মতো এবারও এ বিষয়ে আনুষ্ঠানিক কিছু জানায়নি অ্যাপল কর্তৃপক্ষ।

Friday, April 12, 2013

ইলিশ বাঁচান.....

ইলিশ বাঁচান....বৈশাখে জাটকা ইলিশ কেনা থেকে নিজেকে বিরত রাখুন অন্যকেও নিষেধ করুন| জাটকা ইলিশ ধরা যদি জেল- জরিমানাযোগ্য অপরাধ হয়, তবে জাটকা ইলিশ কিনে আপনিও সেই অপরাধে সমান অপরাধী| দেশ বাঁচান, নিজে বাঁচুন|